মালদা

মালদার আমে নিপা ভাইরাস ! এই গুজবকে দূর করতে জেলা শাসককের দ্বারস্থ জেলার দুই সাংসদ

নিপা ভাইরাসের প্রভাব পরেছে মালদার আমের বাজারে। বিদেশে রপ্তানি হওয়া তো দূরের কথা দেশীয় বাজারে চাহিদা নেয় মালদার আমে। ফলে মাথায় হাত পরেছে আম চাষী থেকে সাধারণ আম ব্যবসায়ীদের। এবার এই বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার মালদার জেলা শাসককের কাছে দ্বারস্থ হলেন জেলার উত্তর ও দক্ষিণ মালদার সাংসদ মৌসম বেনজির নুর ও আবু হাসেম খান চৌধুরী। 

এবিষয়ে উত্তর মালদা সাংসদ মৌসম বেনজির নুর বলেন, এই বিভ্রান্তিকর প্রচারের জন্য মালদার অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। ব্যবসা থেকে আম চাষীদের আর্থিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশের মাধ্যমে বিদেশেও আম যাচ্ছে না। অবিলম্বে এই বিভ্রান্তি দূর করতে এদিন তারা জেলা শাসকের কাছে এসেছেন। তিনি আরও জানান, এবিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠাবেন। যাতে এই গুজবকে থামাতে, সরকারি ভাবে যেন নির্দেশ দেওয়া হয়, মালদার আম কোনো ক্ষতিকারক ফল নয়। 

এবিষয়ে দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী জানান, গুজব রটানো হয়েছে যে মালদার আম থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে মানুষের মধ্যে। এই গুজব যে সম্পূর্ণ মিথ্যে তার সরকারি ঘোষণা নেওয়ার জন্য এদিন তারা জেলা প্রশাসনের কাছে যান। 

এদিকে তৃণমূলের জেলা অবজারভার তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকের করা মন্তব্য নিয়ে আবু হাসেম খান চৌধুরীকে সাংবাদিকরা প্রশ্ন করতেই মেজাজ হারালেন সাংসদ। এদিন মালদার জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে বেরোনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী দাবি করছে তার এবং তার ভাগ্নি মৌসম নূরের সাথে তাদের কথা হয়েছে তারা দ্রুত তৃণমূলে যোগ দেবে আর এই প্রশ্ন শুনে মেজাজ হারালেন আবু হাসেম খান চৌধুর। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/ecmkBWn7ENo